হটলাইন: ০১৮১৩৩৮৫৮৫৬ | ই-মেইল: kashemmahbub1989@gmail.com


বিদ্যালয়ে মোট 515 জন ছাত্র , 12 জন এমপিওভুক্ত শিক্ষক , 3 জন অতিথি শিক্ষক এবং একজন অস্থায়ী কর্ম চারীসহ মোট 07 জন কর্মচারী রয়েছে।

প্রধান শিক্ষকের বাণী

thumb

thumb

কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৮৯
কোড নংঃ ৩৯৬৯,ইন নংঃ ১০৪১৭৮
ডাকঘরঃ পূর্ব জোয়ারা,উপজেলাঃ চন্দনাইশ,জিলাঃ চট্টগ্রাম

thumb
বিজয়ানন্দ বড়ুয়া
এম.এ(প্রথম শ্রেণি),বি.এড
প্রধান শিক্ষক

*** প্রধান শিক্ষকের বাণী ***

মানব সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। ঐতিহ্যবাহী কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতে এ কাজটুকু সুচারুরুপে করে যাচ্ছে। চন্দনাইশ উপজেলা সদরে মনোরম পরিবেশে বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাসেম ও আলহাজ্ব এ.এম মাহবুব চৌধুরীর স্বপ্নের ফসল এ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এতদাঞ্চলে প্রতিটি ঘরে ঘরে এসএসসি পাস শিক্ষার্থী এ প্রতিষ্ঠানেরই অন্যতম অবদান সর্বজন স্বীকৃত। বর্তমান বিশ্বের নেট দুনিয়ায় সবকিছ হাতের মুঠোয়। এরই ধারাবাহিকতায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত করলো। এ প্রতিষ্ঠান সম্পর্কে পৃথিবীর যে কোন প্রান্ত হতে জানার জানালা খুলে দেয়ার এটি একটি অনন্য প্রয়াস।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দীপ্ত শপথ -

‘’ থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।’’

আমাদের লক্ষ্য কবির লালিত স্বপ্ন নেট দুনিয়ার মাধ্যমে সহজ থেকে সহজতর করা। তাই বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবক ও শুভানুধায়ী সকলকে নেট দুনিয়ায় একই সুতায় নিয়ে আসার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। আশাকরি, বিদ্যালয়ের সকল অংশিজন বিদ্যালয় সর্ম্পকে তাদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এ ওয়েবসাইটের মাধ্যমে জানবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ওয়েবসাইট স্থাপন নবযুগের সূচনা।
আসুন, আমরা সবাই জিজ্ঞাসু মনে জ্ঞান সাগরে অবগাহন করি। ডিজিটার বাংলাদেশ-গড়ার কাজে সকলে শরিক হই।