হটলাইন: ০১৮১৩৩৮৫৮৫৬ | ই-মেইল: kashemmahbub1989@gmail.com


বিদ্যালয়ে মোট 515 জন ছাত্র , 12 জন এমপিওভুক্ত শিক্ষক , 3 জন অতিথি শিক্ষক এবং একজন অস্থায়ী কর্ম চারীসহ মোট 07 জন কর্মচারী রয়েছে।

সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচিতি

thumb

আলহাজ্ব মোহাম্মদ কাসেম (প্রতিষ্ঠাতা)

সম্মানিত প্রতিষ্ঠাতার পরিচিতি

আলহাজ্ব মোহাম্মদ কাসেম ১৯৪৭ সালে ১৭ নভেম্বর চন্দনাইশ পৌরসভার হাজী পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলহাজ্ব ওমরামিয়া ও মাতার নাম মরহুমা মোস্তফা খাতুন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞানে অধ্যায়নরত অবস্থায় ১৯৭৩ সালে হারলা ইউনিয়নের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৮ সালে তিনি হারলা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। সুনামের সাথে দায়িত্ব পালনের ফলে এলাকার জনগণ তাকে ১৯৮৯ সালে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি উপজেলা সদরে প্রায় দুই একর জমির উপর কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দনাইশ সদরে আলহাজ্ব ওমরামিয়া-মোস্তফা খাতুন হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সহ বিভিন্ন ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত রয়েছেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, ডায়াবেটিক সমিতি, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি ও চিটাগাং ক্লাবের আজীবন সদস্য,চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের পৃষ্টপোষক সদস্য সহ সমাজ সেবায় জড়িত আছেন। তাঁরই পৃষ্টপোষকতায় ২০২১ শিক্ষাবর্ষ হতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি এস.এস.সি ভোকেশনালের দুইটি ট্রেড চালু করা হয়।

আমরা তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।

প্রধান শিক্ষক
thumb

কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়

স্থাপিতঃ ১৯৮৯
কোড নংঃ ৩৯৬৯,ইন নংঃ ১০৪১৭৮
বেনবেইস নংঃ ০২১৭১২১৩০১
ডাকঘরঃ পূর্ব জোয়ারা,উপজেলাঃ চন্দনাইশ,জিলাঃ চট্টগ্রাম

thumb

আলহাজ্ব এ.এম মাহবুব চৌধুরী (প্রতিষ্ঠাতা)

সম্মানিত প্রতিষ্ঠাতার পরিচিতি

আলহাজ্ব এ.এম. মাহবুব চৌধুরী ১৯৪৮ সালে ১৫ মার্চ চন্দনাইশ সদরস্থ পূর্ব জোয়ারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা ছৈয়দ আহমদ চৌধুরী ও মাতা মরহুমা মেহের নিগার চৌধুরী। তিনি চট্টগ্রাম সরকারি কলেজ হতে শিক্ষা জীবন শেষ করে ব্যক্তিগত জিবনে ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর পরিচালিত ব্যবসার মধ্যে রয়েছেঃ লুনা সিন্ডিকেট, লুনা চেম্বার, লুনা শিপিং, ময়নামতি শিপিং লাইনস লিঃ, আরাফাত ফ্যাশন গার্মেন্টস লিঃ। আজীবন সদস্য মা ও শিশু হাসপাতাল-চট্টগ্রাম, ন্যাশনাল টিবি এসোসিয়েশন-বাংলাদেশ, ডায়াবেটিক সমিতি-চট্টগ্রাম, প্রতিষ্ঠাতা কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, মাহবুব-নাহার ট্রাষ্ট, এয়সেফ(আমিন উল্লাহ হিউমিনিটি সার্ভিস এন্ড এডুকেশন প্রোগ্রাম), হযরত আমিন উল্লাহ্ (রহঃ) জামে মসজিদ কমপ্লেক্স, সহ-সভাপতি চিটাগাং মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স অফ ইন্ডাস্ট্রিস। প্রথম নির্মাণ কমিটির আহবায়ক-ইউএসটিসি,চট্টগ্রাম। মেম্বার-চিটাগাং চেম্বার এন্ড কমার্স অফ ইন্ডাস্ট্রিস সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে তিনি সরাসরি জড়িত রয়েছেন।





আমরা তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।

প্রধান শিক্ষক
thumb