*** এক নজরে বিদ্যালয় সম্পর্কে ***
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সদরে হারলা মৌজায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাসেম ও আলহাজ্ব এ. এম. মাহবুব চৌধুরী দ্বয়ের
বদান্যতায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের পূর্ব পাশে রয়েছে রোড্স এন্ড হাইওয়ে রোড (পটিয়া-বৈলতলী সড়ক) এবং চন্দনাইশ উপজেলা প্রশাসনিক কার্যালয়; দক্ষিণ পাশে ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়পুকুর, উত্তর পাশে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং পশ্চিম পাশে সবুজ ফসলি মাঠ।
বিদ্যালয়টি ১ একর ৪০ শতক ভূমির উপর প্রতিষ্ঠিত। আমাদের প্রতিষ্ঠানে ০৪ টি ভবন। এল আকৃতির ভবনের সামনে বিশাল খেলার মাঠ। উক্ত মাঠে উপজেলা প্রশাসনের শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়াসহ জাতীয় দিবসে সকল কর্মসূচী চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে সাড়ম্বরে উদযাপিত হয়।
➤ বিদ্যালয়টিতে ৫২৩ জন শিক্ষার্থী অধ্যায়ন করে।
➤ শিক্ষক কর্মচারী রয়েছে ২৩ জন।
➤ শ্রেণি কক্ষ রয়েছে ২২ টি।
➤ শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
➤ বিশাল লাইব্রেরী।
➤ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার।
➤ আধুনিক বিজ্ঞানাগার বিদ্যালয়টিকে সমৃদ্ধ করেছে।
তাছাড়া, ২০২২ সাল হতে সাধারণ শিক্ষার পাশাপাশি ভোকেশনালে ০২টি ট্রেড চালু হয়েছে। ...
বিস্তারিত »
*** প্রধান শিক্ষকের বাণী ***
মানব সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। ঐতিহ্যবাহী কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতে এ কাজটুকু সুচারুরুপে করে যাচ্ছে। চন্দনাইশ উপজেলা সদরে মনোরম পরিবেশে বিশিষ্ট শিক্ষানুরাগী ও
রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাসেম ও আলহাজ্ব এ.এম মাহবুব চৌধুরীর স্বপ্নের ফসল এ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এতদাঞ্চলে প্রতিটি ঘরে ঘরে এসএসসি পাস শিক্ষার্থী এ প্রতিষ্ঠানেরই অন্যতম অবদান সর্বজন স্বীকৃত। বর্তমান বিশ্বের নেট দুনিয়ায় সবকিছ হাতের মুঠোয়। এরই ধারাবাহিকতায় কাসেম
মাহবুব উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত করলো। এ প্রতিষ্ঠান সম্পর্কে পৃথিবীর যে কোন প্রান্ত হতে জানার জানালা খুলে দেয়ার এটি একটি অনন্য প্রয়াস।
জাতীয় কবি কাজী
নজরুল ইসলামের দীপ্ত শপথ -
‘’ থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।’’
বিস্তারিত »