*** এক নজরে বিদ্যালয় সম্পর্কে ***
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সদরে হারলা মৌজায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ কাসেম ও আলহাজ্ব এ. এম. মাহবুব চৌধুরী দ্বয়ের
বদান্যতায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের পূর্ব পাশে রয়েছে রোড্স এন্ড হাইওয়ে রোড (পটিয়া-বৈলতলী সড়ক) এবং চন্দনাইশ উপজেলা প্রশাসনিক কার্যালয়; দক্ষিণ পাশে ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও বড়পুকুর, উত্তর পাশে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং পশ্চিম পাশে সবুজ ফসলি মাঠ।
বিদ্যালয়টি ১ একর ৪০ শতক ভূমির উপর প্রতিষ্ঠিত। আমাদের প্রতিষ্ঠানে ০৪ টি ভবন। এল আকৃতির ভবনের সামনে বিশাল খেলার মাঠ। উক্ত মাঠে উপজেলা প্রশাসনের শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়াসহ জাতীয় দিবসে সকল কর্মসূচী চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে সাড়ম্বরে উদযাপিত হয়।
➤ বিদ্যালয়টিতে ৫২৩ জন শিক্ষার্থী অধ্যায়ন করে।
➤ শিক্ষক কর্মচারী রয়েছে ২৩ জন।
➤ শ্রেণি কক্ষ রয়েছে ২২ টি।
➤ শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
➤ বিশাল লাইব্রেরী।
➤ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার।
➤ আধুনিক বিজ্ঞানাগার বিদ্যালয়টিকে সমৃদ্ধ করেছে।
তাছাড়া, ২০২২ সাল হতে সাধারণ শিক্ষার পাশাপাশি ভোকেশনালে ০২টি ট্রেড চালু হয়েছে। বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার ফলাফল ৮০% হতে ৯০% এর উপরে। ২০১৮ সালে বিদ্যালয়টি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব প্রতিষ্ঠানের ইতিহাস অর্জন করে। উপজেলা প্রশাসনের আয়োজিত ২০১৮ সালে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা উপজেলায়
প্রথম স্থান অর্জন করে, জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক ২০২১ সালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে চট্টগ্রাম জেলায় তৃতীয় স্থান লাভের গৌরব অর্জিত হয়।
সর্বোপরি, বিদ্যালয়টি এতদাঞ্চলে শিক্ষা, সংস্কৃতি, ও ক্রীড়া চর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছে। একই সাথে বিজ্ঞান মনস্ক ও ডিজিটাল বাংলাদেশ গঠনেও প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে।
পরিশেষে, প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করি।